দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দুর্গাপূজাকে ঘিরে সন্ত্রাসী হামলার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তবে, আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে জানান তিনি।
সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্দিরগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়াও ঢাকা শহরের বড় মন্দিরগুলোতে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।