দু’মুখো রাজনীতির সমালোচনায় ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বিএনপিকে ধ্বংসের রাজনীতির উত্তরাধিকারী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। বিএনপির নির্বাচনে অংশ না নেয়াকে তাদের দ্বৈতনীতি আর দ্বিচারিতার রাজনীতি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম বাধা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সোমবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করে বলেন, ভাস্কর্য নিয়ে হেফাজতী সন্ত্রাসের মূল কুশীলব ছিলো বিএনপি।
সরকার বিরোধী আন্দোলন এবং নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে ঢাকার মহাখালীতে মহানগর উত্তর আওয়ামী লীগের ৮টি ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রতিক ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

















