দুবাইয়ে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
দুবাইয়ের আলসার্কেল এভিনিউর জিপিপিতে গলফ ফটো প্লাস এর সাথে বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ে ভিডিও ও আলোকচিত্র প্রধর্শনী।
দুবাইয়ের আলসার্কেল এভিনিউর জিপিপিতে গলফ ফটো প্লাস এর সাথে বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোঃ আবু জাফর বলেছেন আল সার্কেল এভিনিউ গালফ ফটো প্লাসে বাংলাদেশের পাঁচজন আর্টিসদের যে ফটোগ্রাফি এক্সিভিশন হচ্ছে তাতে তাদের ভালো চিত্রকর্ম এখানে প্রদর্শিত হয়েছে। এ প্রদর্শনীতে ইউরোপ ও পশ্চিমা বিশ্ব থেকে আশা দর্শকরা এই পাঁচজন চিত্রশিল্পীর চিত্র প্রদর্শনী অবলোকন করছেন। এর মাধ্যমে বাংলাদেশের যে একটি শক্তিশালী আর্ট ফরমেট রয়েছে তা বিশ্বের কাছে তুলে ধরতে পেরেছেন।