দু’দিন পরই মহাসড়ক পরিস্থিতি চ্যালেঞ্জিং হবার আশংকা আইজিপির

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ২২১২ বার পড়া হয়েছে
এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
এসময় আইজিপি আরো বলেন, গত রোজার ঈদে মহাসড়কে শুধু ঘরে ফেরার যাত্রীরা ছিলেন। এবার যাত্রীর সাথে রয়েছে পশুবাহী যান। নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। এসময় হাইওয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুরের পুলিশ কমিশনার মাহবুব আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।