দু’দিনের জোড় ইজতেমার শেষ দিন আজ

- আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দু’দিনের জোড় ইজতেমার শেষ দিন আজ। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে এই আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাবলিগ জামাতের মুরুব্বীরা।
শীর্ষস্থানীয় মুরব্বিদের সমন্বয়ে শনিবার মাওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা জামশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। শুক্রবার টিনশেড মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইজতেমার মুরব্বি সুলাইমান শরীফ। বাদজুমা সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা ইউসুফ। বাদ আসর বয়ান করেন রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা ফাহিম আহমেদ।এবারের জোড় ইজতেমায় ঢাকা জেলার আড়াই হাজার, গাজীপুর জেলার ৭শ’, টাঙ্গাইল জেলার ৪শ’ ও মানিকগঞ্জ জেলার ৪শ’ মুসল্লিসহ তিন চিল্লার মোট ৪ হাজার তাবলীগ অনুসারী অংশ নিয়েছেন।