দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু কারাগারে

- আপডেট সময় : ০৬:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
দুদকের মামলায় দেবাশীষ কুণ্ডু নামে কাস্টমসের রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে যশোরের আদালত।
দেবাশীষ কুণ্ডু বৃহস্পতিবার যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতবছরের ১৯ নভেম্বর দেবাশীষ কুণ্ডুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ে যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত তিনি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ছয় লাখ ৮৫ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্যও গোপন করেছেন। একই দিন, দুদকে দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর নামে আরেকটি মামলা করা হয়। মামলায় ২০ লাখ ছয় হাজার ১৮৬ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি দশ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।