দু’জনের মৃতদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় নেত্রকোণার কলমাকান্দায় ও পটুয়াখালীতে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ভোরে নেত্রকোণার কলমাকান্দার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি স্কুল মোড়ের ডোবা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম মো. মিলন মিয়া। সে ওই এলাকার মো. কালা চাঁন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কালাইকান্দি স্কুল মোড়ের এলাকায় মোবাইল লোড ব্যবসায়ী শাহজাহান দোকানের পিছনে ডোবায় মিলনের গলাকাটা লাশ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের আঘাতে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় চাচাতো ভাই আব্বাস শিকদার ও তার পিতা হাশেম সিকদারকে আটক করেছে।






















