দু’একদিনের মধ্যে কমবে কুয়াশার তীব্রতা

- আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে উষ্ণতা হারিয়েছে সূর্য, কমেছে দিন-রাত্রির তাপমাত্রার পার্থক্য, ফলে সাধারণ মানুষের মাঝে বেড়েছে শীতের অনুভূতি। তবে আগামী দুই একদিনের মধ্যে কুয়াশার এই তীব্রতা কমে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানালেন, ১৭ ডিসেম্বরের পর উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে করোনার সঙ্গে শীতের তীব্রতায় জীবন জীবিকার লড়াইয়ে প্রতিনিয়ত নাকাল হচ্ছে খেটে খাওয়া মানুষ।
ঘড়ির কাটায় সকাল ১০টা। রাজধানীর বনানী লেকের দৃশ্য এটি। ভোর ৬টা ৩১ মিনিটে উঠলেও ঘন কুয়াশার চাদরে মোড়া আকাশে নেই সূর্যের দেখা। ঘন্টাখানেক বাদে চাদর সরিয়ে যেন বেরিয় এলো সূর্য মামা। নিরুত্তাপ, অনেকটা চাঁদের মত।
এর মাঝে হাল্কা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। জলপাগল চীনা হাঁসগুলো তাই অপেক্ষায় থাকে পানির উষ্ণতা কখন বাড়বে। শীতের চাদর ভেদ করে জীবন ও জীবিকার লড়াইয়ে খেটে খাওয়া সাধারণ মানুষ। একদিকে করোনা আতংক অন্যদিকে শীতের তাণ্ডব দুইয়ে মিলে নিম্ন আয়ের মানুষগুলোর জীবনে তৈরী করেছে উভয় সংকট।
শীতের এই অনুভূতির নেপথ্যে ঘন কুয়াশাকেই দায়ী করলেন এই আবহাওয়াবিদ। কেন এই ঘন কুয়াশা সেই ব্যাখ্যাও দেন তিনি।সপ্তাহখানেক বাদে দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহের সম্ভাবনার কথাও জানান তিনি। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলিসিয়াস।