দুই সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ নির্লজ্জ মিথ্যাচারের পুনরাবৃত্তি

- আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দুই সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের অভিযোগ নির্লজ্জ মিথ্যাচারের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পদক মাহবুব উল আলম হানিফ। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতি’র রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় গেল ১০০ বছরে এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলেও দাবি করেন হানিফ । এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বিকেলে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। শুরুতেই শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকায় বিএনপিকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরে সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নানা অভিযোগের জবাব দেন তিনি।
গেল ১০০ বছরে এমন সুষ্ঠু ও শান্তপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি দাবি করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি এই নির্বানচনকে আন্দোলনের অংশ হিসেবে নেয়ায় তাদের সমর্থকরা ভোট দিতে আসেনি। এর আগে দুপুরে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সকাল থেকেই নির্বাচন নিয়ে মির্থাচার করছে বিএনপি’র মেয়র প্রার্থীরা।