দুই বছরেও শেষ হয়নি নওগাঁ পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ

- আপডেট সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দুই বছরেও শেষ হয়নি নওগাঁ পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ। দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। পরিশোধিত পানি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে পৌরবাসী। তবে, বিভিন্ন অজুহাত দেখিয়ে বেশি সময় লাগার ব্যাখ্যা দিয়েছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।
প্রথম শ্রেনীর হলেও নওগাঁ পৌরসভায় পানি সমস্যা অনেক পুরনো। গত ২০১৮-১৯ অর্থ বছরে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে’র কাজ শুরু হলে আশায় বুক বাঁধে পৌরবাসী। কিন্তু, দু’বছর পরও কাজ বাকি রয়েছে প্রায় ৩০ শতাংশ। দীর্ঘ সময় পড়ে থাকায় অবকাঠামো, ফিল্টারসহ কার্যকারিতা হারাচ্ছে বেশ কিছু যন্ত্রপাতি। এতে ক্ষোভ জানিয়েছে পৌরবাসী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জমি নিয়ে বিরোধ নিরসন ও নিচু জায়গা ভরাট করতে অনেক সময় লেগেছে। তবে, এর জন্য প্রকল্প ব্যয় বাড়ার কোনো সুযোগ নেই।
কিন্তু, সময় বেশি লাগার জন্য মেয়র দুষছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
প্রায় আট কোটি টাকার এই প্রকল্প থেকে প্রতি ঘন্টায় পানি পরিশোধন করা যাবে ৩৫০ কিউবিক মিটার।