দুই নারী ও এক শিশু হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ২১৪১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে দুই নারী ও এক শিশু হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আলামিন ও রবিউল ইসলাম । আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহমান বলেন, রায় ঘোষণার সময় আসামীরা আদলতে উপস্থিত ছিলেন। মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, আসামি আলামিন তিনজনের মরদেহ বস্তায় ভরে যমুনা নদীতে ফেলে দেয়। পরের দিন তাদের মরদেহ ভেসে উঠলে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহতের পরিচয় না পাওয়ায় এনায়েতপুর থানার উপপরিদর্শক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।