দুই নারীসহ একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীসহ একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। গেলো রাতে ধামরাইয়ের ফোর্ডনগরে এ ঘটনা ঘটে।
আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার শিকার মামুনের পরিবারের সদস্যরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হযরত আলী ফকির, হায়দারসহ ৪জন সন্ত্রাসী মামুনের উপর অতর্কিতে হামলা চালায়। মামুনকে হাতুড়ি, কাঁচি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় মামুনের মা ও বোন বাধা দিতে গেলে তাদের উপরও আক্রমণ চালায়। পরে এলাকাবাসী আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় মামুনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে ধামরাই থানায় অভিযোগ করেছেন।