দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকা ফাঁসির আসামী আশুলিয়া থেকে গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর, অবশেষে রেবের হাতে গ্রেফতার হয়েছে হত্যা মামলায় ফাঁসির আসামী আদম খান। মঙ্গলবার রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে রেব।
দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ১৯৯৯ সালে হবিগঞ্জের চুনারুঘাটে মাত্র দুই হাজার টাকার জন্য তিন বছরের শিশু সন্তানের সামনেই ছুরি দিয়ে বিধবা নুরচান বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করেন নিহতের আরেক ছেলে শফিক। ২০০২ সালে আদালত আদম খানকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়। রেব জানায়, এর আগে নিজের পরিচয় গোপন করতে আদম খান জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করেন। কখনও রাজমিস্ত্রি আবার কখনও ফল বিক্রি করতেন তিনি।