দীর্ঘ ২১ বছর পর রায় পেয়ে খুশি গোপালগঞ্জের সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ২১ বছর পর রায় পেয়ে খুশি গোপালগঞ্জের সাধারণ মানুষ। দ্রুত রায় কার্যকরের দাবি আওয়ামী লীগ নেতা-কর্মীদের।
২০০০ এর ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আগের দিন জনসভাস্থল থেকে ৭৬ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়। এর দু’দিন পর ৮০ কেজি ওজনের আরো একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। ওই দিনই কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক নূর হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
এরপর ২০০১ এর ১৫ নভেম্বর সিআইডির সাবেক এএসপি আব্দুল কাহার আকন্দ মামলার অভিযোগপত্র দাখিল করেন। ২০০৪ সালের ২১ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। আসামীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজি’র সদস্য বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।দীর্ঘ শুনানির পর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-এক এর বিচারক আবু জাফর মো: কামরুজ্জামানের আদলত ১৪ আসামীর মৃত্যুদন্ডাদেশ দেন।
এ রায় ঘোষনায় খুশি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আসামিদের মধ্যে নয় জন কারাগারে ও পাঁচ জন পলাতক রয়েছে।























