দীর্ঘ মেয়াদী বন্যায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কুড়িগ্রামের চরাঞ্চলের শিশুরা

- আপডেট সময় : ০১:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দীর্ঘ মেয়াদী বন্যায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের শিশুরা। বন্যা দুর্গত এলাকায় চলছে খাদ্য সংকট।শিশুদের প্রয়োজনীয় খাবার জোটানো দু:সাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় শিশুদের সুস্থ রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরের চারপাশে এখন শুধু পানি আর পানি। এই চরে সাড়ে ৩শ’ পরিবারে রয়েছে পাঁচ শতাধিক শিশু সন্তান। এক মাসেরও বেশি সময় ধরে নৌকায় ও ঘরের ভিতর উঁচু মাচানে বসবাস করছেন তারা। করোনা ও বন্যায় কর্মহীন হয়ে পড়েছে বানভাসী মানুষগুলো। এই পরিস্থিতিতে নিজেরা খেয়ে না খেয়ে, দিন পার করলেও, শিশুদের নিয়ে তারা পড়েছেন মহা বিপাকে।
শিশুদের এই দুর্ভোগের চিত্র শুধু মশালের চরের নয়। ব্রহ্মপুত্র ও ধরলার অববাহিকার প্রায় চার শতাধিক চরাঞ্চলের। খাবার না পেয়ে কান্না থামছে না,শিশুদের।এই সব শিশুদের ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নেই বলে জানান, সিভিল সার্জন। তবে, মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, জেলা প্রশাসক।