দীর্ঘ ছয় বছর পরে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সম্মেলন হচ্ছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দীর্ঘ ছয় বছর পরে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সম্মেলন হচ্ছে আজ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভিত্তি মজবুত ও দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করতে উদ্যোগ নিয়েছে জাতীয় পার্ট।
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় এ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের, কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতাদের অংশগ্রহণের কথা রয়েছে। এদিকে, সম্মেলন উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সম্মেলন ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে মিছিল নিয়ে দলে দলে সম্মেলনে যোগ দিচ্ছে নেতা-কর্মীরা।




















