দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী পৌরসভা নির্বাচন

- আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দীর্ঘ একযুগ পর অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থী দুইজনই লড়ছেন সাত বারের নির্বাচিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে। ভোটের যুদ্ধে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতিও। এদিকে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ সময়ে প্রচার-প্রচারণা জমে উঠেছে মাদারীপুর এবং পঞ্চগড়ের ইউপি নির্বাচন।
আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন। তাই নতুন পুরাতন প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া-মহল্লায় ছুটছেন ভোটারদের দ্বারে।সেই সাথে প্রথমবারের মতো ইভিএমে ভোট নিয়ে আশা-নিরাশায় রয়েছেন ভোটাররা।
পৌরবাসীর নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করতে চান দুই মেয়র প্রার্থী। উৎসবমুখোর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন।
২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এর মাধ্যমে ৮৫ জন জনপ্রতিনিধি নির্বাচন করবে ৩৫ হাজার ৯শ’ ৮১ ভোটার।
২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে এবারে মাদারীপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে স্বতন্ত্রভাবে ৭১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
শেষ মুর্হুতের জমে ওঠা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চলতি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায়, প্রার্থীরাও ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন,যোগ্য প্রার্থীকেই ভোট দিবে তারা।
নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করার কথা জানান প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ২ লাখ ২১ হাজার ৭৮৩ জন ভোটার ১৩১টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট প্রদান করবেন।