দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে খাগড়াছড়ির দীঘিনালা ও দু’টি কমিউনিটি সেন্টার

- আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে খাগড়াছড়ির দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের দু’টি কমিউনিটি সেন্টার। সাত থেকে আট বছরের বেশি সময় এগুলো ব্যবহৃত না হওয়ায় ব্যাহত হচ্ছে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। দ্রুত কমিউনিটি সেন্টার দুটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ির জনবহুল দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নে ২০০১-০২ অর্থবছরে নির্মিত হয় দুটি কমিউনিটি সেন্টার। এলাকাবাসীর সামজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার সুবিধার্থে কমিউনিটি সেন্টার দু’টি ব্যবহার হয়েছে একযুগেরও বেশি। কিন্তু সংস্কারের অভাবে ৭/৮ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীরা জানান, এক সময় এখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিভিন্ন অনুষ্ঠান করা গেলেও , বর্তমানে কোন কাজে আসছে না।
কমিউনিটি সেন্টারগুলো দ্রুত সংস্কারের বিষয়ে কর্তৃক্ষকে জানানোর কথা জানান জনপ্রতিনিধিরা।
দ্রুত সময়ের মধ্যে এই কমিউনিটি সেন্টার দু’টি সংস্কারে পদক্ষেপের কথা জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
কমিউনিটি সেন্টার দুটি দ্রুত সংস্কার করে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার সুব্যবস্থা করে দেয়ার দাবি স্থানীয়দের।