দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
ভারতে দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঢাকার কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী দলগুলো। সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। মুসলমানদের বাড়িঘরে আগুন, নারী ও শিশুদের ওপরও নির্মম নির্যাতন চালানো হচ্ছে। ভারতে এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে ওআইসি, জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করেছে সমমনা ইসলামি দলগুলো।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্যে রাখেন সমমনা ইসলামি দলগুলোর নেতারা। এসময় তারা অভিযোগ করেন, দিল্লিতে মুসলমানদের পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। শিগগিরই এই নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে মোদী সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, তাই ভারতের সাম্প্রদায়িক সরকার প্রধানের বংলাদেশ সফর বাতিলের দাবি জানান তারা।
ভারতে এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশের পর বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর শেষ হয়।