দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে বিভিন্ন রাজ্যে দুই মাস ধরে চলা বিক্ষোভের মধ্যে অনুষ্ঠিত হলো দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ।
শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। ফলাফল ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। অ্যাপ ও কিউআর কোডসহ প্রযুক্তিনির্ভর এ নির্বাচনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টির সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি’র মূল লড়াই হবে বলে বিভিন্ন জনমত জরিপে উঠে এসেছে। আর ভারতের বিরোধীদল- কংগ্রেস, নির্বাচনে ১০ থেকে ১৫ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলো শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।