দিল্লিতে বিজেপির সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ভারতের দিল্লিতে বিজিপির সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বেলা সাড়ে ১১টায় টাউন হলের সামনে সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। বক্তব্য রাখেন, বরিশাল জেলা হিন্দু-বৌদ্দ-খ্রীস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক হিরন কুমার দাস মিঠু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাসসহ অনেকে।