দিরাইয়ে নিহত ব্যক্তির সাথে আ’লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৭২৭ বার পড়া হয়েছে
গতকাল সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নিহত ব্যক্তির সাথে সম্মেলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ কথা বলেন তিনি। সভায় নিরাপদ সড়ক সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা, পরিত্যক্ত ঘোষিত যানবাহনের নিবন্ধন না দেয়া ও সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়ে আলোচনা চলছে। এসময় আওয়ামী লীগের ওই সম্মেলনে কোন সংঘর্ষ হয়নি বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নিহত আরমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সম্প্রতি তিনি বিদেশ থেকে বাংলাদেশে আসেন বলে জানান, সেতুমন্ত্রী।