দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে সরকার,ব্যক্তি ও সংগঠন

- আপডেট সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
করোনায় অঘোষিত লকডাউনে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়েছে সরকার সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। সকালে রাজধানীর মিরপুর পল্লবীর মল্লিকা হাউজিং এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগ সাধারণ সম্পাদক মাঈনুল হোসাইন নিখিল। এ দিকে রাজধানীর কড়াইল আদর্শ নগরে দু:স্থ কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতারণ করেন ঢাকা উত্তর সিটির ১৯ নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ মফিজুর রহমান ।
ত্রাণের কথা শুনেই এখানে জড়ো হয়েছেন দিনমজুর, রিক্সাচালক, গৃহকর্মীসহ অনেকেই। এরা কিছুটা স্বাস্থ্য বিধি মেনেই ত্রাণ নিতে এসে জানালেন কষ্টের কথা ।
প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এসব নিম্ন আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।
এদিকে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৯ নম্বর ওয়ার্ড কড়াইল আদর্শ নগরে দু:স্থ ও কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রাণ দেন ওয়ার্ড কমিশনার হাজী মো: মফিজুর রহমান ।
ত্রাণ পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষজন। তবে এই এলাকায় এখনো অনেক অসহায় মানুষ ত্রাণ পাননি বলে জানান তারা ।
কর্মহীন অসহায় দিনমজুরদের হাতে প্রতিদিন খাবার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলে, অসহায় মানুষদের দু:খ কিছুটা লাঘব হবে বলে জানান ভুক্তভোগীরা ।