দিন দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। দিন দিন তাঁর অবস্থার আরো অবনতি ঘটছে। তার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসকরাও।
চিকিৎসকরা ধারণা করছেন, ধারাবাহিকভাবে হিমোগ্লোবিন কমে যাওয়া জটিল রোগের ইঙ্গিত। এরইমধ্যে তার লিভার থেকে ফ্লুইড নিয়ে পরীক্ষা করতে দেয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, শনিবার খালেদা জিয়া রক্তবমি করেছেন। রক্তবমি জটিল লিভারের সমস্যার ইঙ্গিত করে। সিসিইউতে খালেদা জিয়াকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। তার দেহে খনিজ অসমতা চরম আকার ধারণ করেছে। কিডনি সমস্যাও জটিল রূপ নিয়েছে। লিভারের পাশাপাশি হার্টের সমস্যা নিয়েও চিন্তিত চিকিৎসকরা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

















