দিনাজপুরে হিমাগার স্থাপন এবং ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে ব্যাপকহারে উৎপাদিত গ্রীষ্মকালীন টমেটো সংরক্ষণে হিমাগার স্থাপন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কৃষক সমাজ।
দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতির ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নিয়ে কৃষক নেতারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ব্যাপকহারে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করছে। দ্রুত পচনশীল এই টমেটো বিক্রি করতে না পারলে ফেলে দিতে হয়। অনেক সময় লোকসানেও বিক্রি করতে বাধ্য হন তারা। তাই দিনাজপুরের কৃষকদের বাঁচাতে হলে অবশ্যই একটি টমেটো হিমাগার স্থাপন করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদল, সম্পাদক দয়ারাম রায়, অধ্যাপক আব্দুল বারী ও অঞ্জনী রানী রায়সহ অন্যরা।
























