দিনাজপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সকালে জেলার বিরল উপজেলা কৃষি অফিসের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।এই মৌসুমে উপজেলার মোট ৫ হাজার ৮০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪০ কেজি সারসহ গম ভুট্টা সরিষা সূর্যমুখী পেঁয়াজ ও মুগ ডালের বীজ বিতরণ করা হবে।
সাতক্ষীরার উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে। সকালে এসএসিপি প্রকল্পের অর্থায়ন ও কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের ৪০ জন ও কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের ১০ জনসহ মোট ৫০ জন কৃষকের মাঝে ৮ কেজি করে ডাল ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়।