দিনাজপুরে ভারতীয় ডিজেল সরবরাহ নিশ্চিত করতে শুরু হয়েছে পাইপ লাইন স্থাপনের কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরে মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে ভারতীয় ডিজেল সরবরাহ নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে পাইপ লাইন স্থাপনের কাজ।
দুপুরে দিনাজপুরের পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় পাইপ লাইনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ কাজ এবং ডিজেল নির্ভর যানবাহনের জন্য ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার পাইপ লাইন পঞ্চগড় হয়ে পৌঁছাবে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ডিপো পর্যন্ত। ওই পাইপলাইনে বছরে ৪৩ হাজার মেট্রিক টন জ্বালানী তেল সরবরাহ করা যাবে ডিপোতে।



















