দিনাজপুরে প্রশাসনের আশ্বাসে ১০ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধরের প্রতিবাদে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হয়েছে।
রাত ১২টা থেকে শহরের মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকার সড়কে আড়াআড়িভাবে বাস-ট্রাক রেখে অবরোধ শুরু করে পরিবহন শ্রমিকরা। এতে সড়কের দু’পাশের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট। আটকা পড়ে ছোট যানবাহনগুলোও। হঠাৎ এই কর্মসূচিতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও বাস চলাচল না করায় ফিরে যেতে হয় অনেকেকে। শ্রমিকদের অভিযোগ, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা চালক ও বাস সহকারীর সংঘর্ষের জেরে এই ধর্মঘট পালন করা হয়।