দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে ইজারাদার ও তাদের প্রতিনিধিরা

- আপডেট সময় : ১০:৩৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতেছে ইজারাদার ও তাদের প্রতিনিধিরা। নিষিদ্ধ খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করায় সৃষ্টি হচ্ছে বড়-বড় গর্ত। এ বিষয়ে ইজারাদারদের চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসকের কাযার্লয়ের তথ্য বলছে দিনাজপুরে বৈধ বালু মহালের সংখ্যা ৩১টি। সদর উপজেলায় ৮টি বৈধ বালু মহালের কথা বলা হলেও উপজেলার ৪টি নদীর অন্তত ৭৫টি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। মানা হচ্ছে না বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন। এরা প্রভাবশালী এবং অধিকাংশই সরকার দলীয় সদস্য, জানালেন স্থানীয়রা।
এদিকে, একটি বালু মহালের ইজারা নিয়ে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু তুলছে ইজারাদার ও তাদের প্রতিনিধিরা। নিষিদ্ধ খনন যন্ত্র ব্যবহার না করাসহ রাস্তা নষ্ট করার বিষয়ে ইজারাদারদের বলা হয়েছে, জানালেন প্রশাসনের এই কর্মকতা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দায়িত্বপ্রাপ্ত কমর্কতা অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মাহফুজুল আলম।