দিনাজপুরের ১৩টি উপজেলায় হঠাৎ করে বাড়তির দিকে কাচা মরিচের দাম
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ১৩টি উপজেলায় হঠাৎ করে বাড়তির দিকে কাচা মরিচের দাম। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। আড়ৎদার ও খুচরা বিক্রেতারা বলছে বাজারে সরবরাহ কমায় বাড়ছে দাম।
দিনাজপুর বাহাদুর বাজার কাচাবাজার আড়ৎদার সমিতির সভাপতি বাদশা মিয়া জানান, গতকাল পাইকারী বাজারে প্রতিকেজি কাচামরিচ বিক্রি হয়েছিল ১৩০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।আজ তা পাইকারী বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম বাড়ায় অস্বস্তিতে ভুগছে সাধারণ ক্রেতারা। লাগামহীন বাজার নিয়ন্ত্রনে সরকারের বাজার মনিটরিং জোড়দার করার দাবী সাধারণ ক্রেতাদের।

 
																			 
																		

























