দিনাজপুরের রুপালী জুট মিলে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রনে গুলিতে এক শ্রমিক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
তিন সপ্তাহের বকেয়া বেতনের দাবীতে দিনাজপুরের বিরলে রুপালী জুট মিলে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রনে আনতে গুলি চালালে সুরত আলী নামের এক শ্রমিক নিহত হয়েছে ।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায় বেশ কয়েক সপ্তাহের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিল। কতৃর্পক্ষ বেতন দিড়ে গড়িমসি করলে এক পযার্য়ে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ আসলে শ্রমিকরা তাদের উপর চড়াও হয়।এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করলে ওই শ্রমিক বুলেট বিদ্ধ হয়ে মারা যায়। এসময় আহত হয়েছে ১৫ জন শ্রমিক।তাদের স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ও দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত সুরত হুসনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গেল রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।