দিনাজপুরের দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। সাথে বইছে হিমেল হাওয়া। এদিকে, মৃদু শৈত্য প্রবাহের কারণে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বিভাগে পড়েছে ছিন্নমূল মানুষেরা। কাজের সন্ধানে এসেও কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। শীত মোকাবেলায় সরকারের সহযোগিতা চাইলেন তারা।
দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩/৪ ডিগ্রি সেলসিয়াস নেমে গেছে। এ কারনে শীত জেঁকে বসেছে। হঠাৎ করেই তীব্র শীত পড়াই কাবু হয়ে পড়েছে জেলার ১৩ লাখ মানুষ। মৃদ্যু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার উপর দিয়ে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।