দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে এবারও ঈদের জামাত হচ্ছে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে এবারও ঈদের জামাত হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
জামাত না হওয়ায় মুসুল্লীদের মন খারাপ হলেও অনেকে বলছেন, এই মহামারীতে বিধিনিসেধ মানাটাও এক ধরনের ত্যাগ।দৃষ্টি নন্দন এই ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। করোনার কারণে গেলবছরও এ মাঠে ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত হয়নি। দেশে করোনা মুক্ত হলে ঐতিহাসিক এই ময়দানে ঈদ জামাতে অংশ নিতে আবারো জড়ো হবেন লাখো মুসল্লী- এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় এমপি এবং হুইপ ইকবালুর রহিমের।