দারুণ প্রশংসিত বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান

- আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৬০০ বার পড়া হয়েছে
করেনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দারুণ প্রশংসিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো থেকে শুরু করে তৈয়বকে শুভেচ্ছা বার্তা পঠিয়েছে এএফসি কর্মকর্তারাও।
২০১৩ সালের ৯ মে সাফ ফুটবলের ফাইনাল পরিচালনা করা জার্সিটি নিলামে তোলেন তৈয়ব হাসান। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান জার্সিটি কিনে নেন ৫ লাখ ৫৫ হাজার টাকায়। যার অর্থ ব্যয় হয় করোনা ক্ষতিগ্রস্তদের কল্যাণে। তৈয়বই বাংলাদেশের ফুটবলে প্রথম, যিনি জার্সি নিলামে তোলেন। তার এই সামাজিক কাজে খুশি ফিফা। গোটা বিশ্ব ফুটবল পরিবারের পক্ষ থেকে তৈয়বকে ধন্যবাদ জানিয়েছেন ফিফা সভাপতি। তিনি জানান, এই কঠিন সময়ে, তৈয়বের প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুর্দশা দূর করতে সহায়ক হবে। তিনি জানান, করোনার এই প্রতিকুল অবস্থায় সবাই একসাথে লড়াই করলে বাংলাদেশ ও বিশ্বজুড়ে আরো বেশি সাফল্য আসবে।