দাবি না মানায় অমৃত্যু অনশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার দুই শিক্ষার্থী
																
								
							
                                - আপডেট সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
অবস্থান কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানায় এবার অমৃত্যু অনশন শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ অনশন শুরু করে তারা। এর আগে গত রোববার সন্ধ্যা সাতটা থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে একই স্থানে অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন তারা। এ দুই শিক্ষার্থী হলেন, বাংলা ডিসিপ্লিনের মোবারক হোসেন ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল হোসেন। শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, তদন্ত কমিটিকে সহযোগিতা না করাসহ বিভিন্ন কারণে এই দুই শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তারা অনশন শুরু করেছেন। মঙ্গলবার রাতে ওই দুই শিক্ষার্থীর কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ভবনের সামনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করেন কিছু শিক্ষার্থী।
																			
																		














