দাবি না মানলে আমরণ অনশনের হুমকি শাবিপ্রবির শিক্ষার্থীদের

- আপডেট সময় : ০৫:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
তদন্তে দোষী সাব্যস্ত হলে সরকারের যে কোন সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এদিকে, দাবি না মানা হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সকালে ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি আরো বলেন, শিক্ষার্থীদের অশোভন আচরণ সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়েছে শিক্ষক প্রতিনিধিরা। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছে। উপাচার্য আরও বলেন, সমাধানের চূড়ান্ত সময়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পুলিশকে চড়াও হতে বাধ্য করা হয়। এ ব্যাপারে তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভ্রান্ত না হয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সহায়তার আহ্বান জানান সবার প্রতি। এদিকে, ভিসির পদত্যাগে দেয়া আল্টিমেটাম শেষ হয়েছে বেলা ১২টায়। এদিকে, ২ ফেব্রুয়ারী শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত করা হয়েছে।