দাবদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি

- আপডেট সময় : ০৫:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর ঢাকার বেশ কয়েকটি স্থানে আজ শুরু স্বস্তির বৃষ্টি। সকাল থেকেই কিছুটা আকাশ মেঘলা থাকলেও, দুপুরের পর হঠাৎ করেই আকাশে ঘন মেঘ জমে। এরপর শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। কোথাও কোথাও বৃষ্টির মাত্রা আরও বেশি ছিল। এই প্রতিবেদনটি লেখার সময়ে গুলশানে বৃষ্টি অব্যহত ছিল।
গত কয়েকদিন রাজধানীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা জনজীবনকে চরমভাবে অতিষ্ঠ করে তোলে। বিশেষ করে দুপুরের দিকে রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছিল তাপের তীব্রতার কারণে।
আজকের বৃষ্টি যেন এক প্রকার স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে নগরবাসীর জন্য। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী এক-দুই দিন আরও বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং দাবদাহের তীব্রতা হ্রাস পাবে।
তবে স্বস্তির পাশাপাশি কিছু এলাকায় বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের নীচু এলাকাগুলোতে পানি জমে ছোটখাটো যানজটেরও সৃষ্টি হয়।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। ফলে এই বৃষ্টি আসন্ন বর্ষার পূর্বাভাস বলেই ধরা হচ্ছে।
রাজধানীর গুলশানের বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, “গত কয়েকদিনের গরমে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। এই বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেলাম।”
এখন দেখার বিষয়, এই বৃষ্টি নগরজীবনের জন্য কতটা স্বস্তি বয়ে আনে, আর আগামীতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকে।
_এসএ টিভি ডিজিটাল ডেস্ক