দাপুটে জয় দিয়েই ওয়ানডে মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
দাপুটে জয় দিয়েই ওয়ানডে মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়রা। স্বাগতিকদের দেয়া ২৮৮ রানের লক্ষ্য তাড়া করে ১৩ বল হাতে জয় পায় সফরকারীরা।
চেন্নাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। দলীয় ২১ রানে লোকেশ রাহুলকে ফেরান জোসেফ। থিতু হওয়ার আগেই কটরেলের শিকার হোন কোহলি। ব্যক্তিগত ৩৬ রানে রোহিত শর্মা ফিরলে দলীয় ৮০ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে যায় ভারত। এরপর দলের হাল ধরেন শ্রেয়াশ আইয়ার-রিশভ পান্থ। এ দুয়ের ফিফটিতে ৮ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং পূঁজি পায় ভারত। সর্বোচ্চ ৭১ রান করেন পান্থ। এছাড়া ৭০ রান আসে শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে। জবাব দলীয় ১১ রানে সুনিল আমব্রিসের উইকেট হারালেও, ঘুরে দাড়াতে সময় নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। সাই হোপ আর হেটমায়ারের জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ক্যারিবিয়রা। সর্বোচ্চ ১৩৯ রান করেন হেটমায়ার।






















