দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। তিনি বলেন, জনগণকে নিজের শক্তি ও অধিকার বজায় রাখতে ‘ধানের শীষ’-এর পাশে দাঁড়াতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। ‘ধানের শীষ’ সকলকে সুরক্ষা দেবে, সবার পাশে দাঁড়াবে ও নিরাপত্তা দেবে।
দুপুরে ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাও কান্দরপাড়া ও বোর্ড কচুবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘অতীতের বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশের ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতে ক্ষমতায় আসলে উন্নয়নের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করা হবে। আগামীতে বিএনপি এমন কাজ করবে যে কাজে মানুষের আয় বাড়বে। শিক্ষা, স্বাস্থ্যসহ বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। এদিন বিকেলে শুকানপুখুরী ইউনিয়নের বেশ কয়েকটি পথসভায় অংশ নেবেন বিএনপি মহাসচিব।



















