দস্যুতা ছেড়ে আসা আত্মসমর্পনকারীদের মামলা প্রত্যাহার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্মসমর্পণকারীদের মামলা তুলে নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে, হত্যা ও ধর্ষণের মামলা প্রত্যাহার হবে না। আর দস্যুতার পথে আবারও ফিরে গেলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে বাগেরহাটের রামপালে আয়োজিত অনুষ্ঠানে এ সব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে আসা আত্মসমর্পন করা দস্যুরা বলেন, আইনি জটিলতা কাটিয়ে স্বাভাবিক জীবন-যাপন করাই তাদের জন্য এখন মূল চ্যালেঞ্জ।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। এরপর থেকে রেবের আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। সোমবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৩২৬ জনের কাছে বসতঘর, দোকান, নৌকা-ট্রলার ও গবাদি পশু হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি জানান, আত্মসমর্পনকরীদের মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। তবে, আবারও দস্যুতায় ফিরে গেলে তাদেরকে ছাড় দেয়া হবে না।
রেবের মহাপরিচালক চৌধুরী আবদুল্যাহ আল নোমান বলেন, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আত্মসমর্পনকারীরা বলেন, সামাজিক ও আইনি জটিলতায় স্বাভাবিক জীবন-যাপন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
সুন্দরবন এলাকায় আর অশান্তি, দস্যুতা, জিম্মির মতো অপরাধের ঘটনা দেখতে চায় না স্থানীয়রা।