দশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটি জেলা আ’লীগের সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৮১৫ বার পড়া হয়েছে
দীর্ঘ দশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলন। কাল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। দুই হাজারের বেশি নেতাকর্মী সমাগম হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ। ২০১২ সালে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।