দশম বর্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএটিভি

- আপডেট সময় : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
দশম বর্ষে পদার্পণ করলো দেশের প্রথম অত্যাধুনিক প্রযুক্তির তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট চ্যানেল- এসএটিভি। অভিজ্ঞতা আর দক্ষতার মিশেলে একঝাঁক তরুণের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনা এবং আন্তর্জাতিক মানের অনুষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে এরই মধ্যেই স্থান করে নিয়েছে দেশ-বিদেশের অগণিত দর্শকের হৃদয়। একই সাথে অর্জন করেছে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননাও। নয় বছর আগে ২০১৩ সালের ১৯ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দেশের সর্বাধিক জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল- এসএটিভি।
শুধুই শ্লোগান নয়, ২০১৩ সালে এটি ছিলো তৃতীয় প্রজন্মের টেলিভিশনের নতুন এক দিগন্ত উন্মোচনের ক্ষুদেবার্তা। যা ছিলো দেশের স্যাটেলাইট চ্যানেলের যুগে আকাশছোঁয়া স্বপ্নের আগাম বার্তা। নয় বছরে সেটি এখন অনেকটাই পরিণত। আর এই স্বপ্নদ্রষ্টা দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও উদ্যোক্তা- এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
রাজধানী ঢাকার অভিজাত এলাকা- গুলশানের নিজস্ব ভবনে অবস্থিত অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি-নির্ভর এই প্রতিষ্ঠানটি। যেখানে তৃতীয় প্রজন্মের হাই-ডেফিনেশন প্রযুক্তির সাথে সবসময় সঙ্গে থাকার প্রত্যয়ে যুক্ত হয়েছিলেন সৃষ্টিশীল কিছু তরুণ-প্রাণ। প্রশস্ত বার্তাকক্ষ, অত্যাধুনিক ক্যামেরা আর চোখ ধাঁধানো সুবিশাল স্টুডিও এবং সম্প্রচার নিয়ন্ত্রণ কক্ষসহ সবকিছুতেই রয়েছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। যার হাল ধরে আছে, দেশসেরা, পরীক্ষিত, স্বপ্নপূরণে দৃঢ় প্রতিজ্ঞ, অপরাজেয় কিছু তারুণ্য।
ঘটনা-দুর্ঘটনায়, আন্দোলন-সংগ্রামে, রাজনীতি-অর্থনীতিসহ ক্রীড়া ও সংস্কৃতিতে ১৭ কোটি মানুষের হাসি-কান্নায় একসঙ্গে থাকার প্রত্যয়। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই প্রতিনিয়ত নিজেদের নৈপূণ্যের স্বাক্ষর রেখে চলছেন বার্তাকক্ষের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের মাঠ পর্যায়ের প্রতিশ্রুতিশীল পেশাদার অভিজ্ঞ সংবাদকর্মীরা।
প্রতিষ্ঠার শুরু থেকেই নিরপেক্ষ, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গুরুত্ব দিয়ে আসছে এসএটিভি। তাইতো সংবাদের খোঁজে, সব প্রতিকূলতা ছাপিয়ে নিরন্তর ছুটে চলা সংবাদকর্মীদের। তুলে আনা সত্য, দর্শকের সামনে উপস্থাপনার প্রস্তুতি। এরপরই নান্দনিক উপস্থাপনা।
সংবাদভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে আনার চেষ্টা ছিলো বিভিন্ন অপরাধ ও ‘ঘটনার পেছনের ঘটনা’।
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের চায়ের আড্ডায় চলে আলোচনা-সমালোচনা। তাদের সঙ্গেও আছে এসএটিভি।
সারাদেশের সাতদিনের বিনোদনের সব খবর তুলে আনি ‘আমরা’।
শুরু থেকেই প্রতিনিয়ত তুলে ধরা হয় সমাজের বিভিন্ন অসঙ্গতির পাশাপাশি সমসাময়িক বিষয়ে দেশের রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকান্ডকে।
এসএটিভির সাথেই থাকুন। দশম বছরে দৃঢ় প্রত্যয়- সংবাদে এসএটিভি থাকবে নাম্বার ওয়ান, একই সাথে আবারো আগের মতোই অঙ্গীকার, সপ্তাহের সাতদিনে ২৪ ঘন্টাই দর্শকদের বিনোদনের পাশাপাশি দেশ-বিদেশের নানা ঘটনা আর বিশ্লেষণ তুলে ধরবে এসএটিভি।