দলের নেতাদের অশালীন ভাষাকে নৈতিক সমর্থন বিএনপি’র : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দলের নেতাদের অশালীন ভাষাকে নৈতিক সমর্থন দিয়ে, বিএনপি নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবসে দলীয় কর্মসুচি ঠিক করতে সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে বসেন দলের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
পরে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে বিএনপি মহাসচিবের সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের।
রেব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে আবারও ষড়যন্ত্র বলে দাবি করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
১৮ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, ওবায়দুল কাদের।