দর কষাকষি শেষে সাকিবের ২০১৯ বিশ্বকাপের ব্যাট শেষ পর্যন্ত নিলামে বিক্রি

- আপডেট সময় : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
উত্তেজনা আর দর কষাকষি শেষে সাকিবের ২০১৯ বিশ্বকাপের ব্যাট–শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। নিলামে সাকিবের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি।
ব্যাট বিক্রির প্রাপ্ত অর্থ যোগ হবে সাকিবের ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে করোনাভাইরাসের বিপক্ষে লড়তে থাকা সাধারণ মানুষের জন্য। নিলামে সাকিবের ব্যাটের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৫ লাখ টাকা। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের পুরোটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৬০৬ রান করেন তিনি। এছাড়া বিশ্বকাপের আগে-পরে সব মিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব আল হাসান।এদিকে সাকিবের প্রিয় ব্যাটটি কিনতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেই প্রবাসী। বিশ্বসেরা অলরাউন্ডারও তাকে ধন্যবাদ জানিয়েছেন।