দর্শকনন্দিত এসএটিভি এরই মধ্যে হাঁটি হাঁটি পা পা করে নয় পেরিয়ে ১০-এ পা দিল আজ

- আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
নয় পেরিয়ে ১০-এ পা দিল আজ জনপ্রিয় টেলিভিশন এসএটিভি। দর্শকনন্দিত টেলিভিশনটি এরই মধ্যে হাঁটি হাঁটি পা পা করে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ঘড়ির কাঁটা, যখন রাত ঠিক ১২টার ঘরে, তখনি বেলুন উড়িয়ে ও কেক কেটে জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক, প্রযোজক, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীসহ শুভানুধ্যায়ীরা। এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, নয় বছরে বাংলার আপামর জনতার টেলিভিশনে পরিণত হয়েছে এসএ টিভি।
এসএটিভি। ২০১৩ সালের আজকের এই দিনে বাংলাদেশের মাটিতে রঙিন আলোয় আত্মপ্রকাশ ঘটে দর্শকনন্দিত এই চ্যানেলটির। সেই থেকে আজ, নয়টি বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ।
জনপ্রিয় এই চ্যানেলটির প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপনে পালিত হচ্ছে নানা কর্মসূচি। রাত ১২টা বাজার সাথে সাথে বেলুন ফাটিয়ে ও কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠানটির শুভ জন্মদিন।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালকরা বলেন, মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এসএটিভি। মানুষের ভালোবাসা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চায় চ্যানেলটি।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন বলেন, দেশের মাটিতে সুনাম অর্জন করার পাশাপাশি বিদেশের মাটিতে আত্মগৌরব নিয়ে এগিয়ে যাচ্ছে এসএটিভি।
বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জানান, বিগত নয় বছরে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এসএটিভির প্রতি দর্শকদের আস্থা ও ভালোবাসাই সবচে’ বড় অর্জন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, দেশের সব শ্রেণীর গণমানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য, বিনোদন ও প্রয়োজনীয় সেবা দিতে গ্রাম থেকে শহরের সবখানে পাশে রয়েছে এসএটিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান কর্তৃপক্ষ।