দখল হয়ে গেছে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সব ফুটপাত
- আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
একে একে দখল হয়ে গেছে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সব ফুটপাত। এমনকি রাস্তার প্রায় অর্ধেক দখলে হকারদের। তাই প্রতিনয়ত যানজট লেগেই থাকে মহানগরী। এতে করে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে একসময়ের পরিচ্ছন্ন এই নগরী।
সাহেব বাজার জিরো পয়েন্ট। নগরীর ব্যস্ততম স্থান গুলির একটি। স্থানটির ফুটপাতগুলো সবই দখলে। সেইসাথে রাস্তারও অর্ধেক দখলে নিয়েছে হকাররা। আর যত্রতত্র অবৈধ অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সার পার্কিং। এর ভিতর দিয়েই পথচারীদের চলাফেরা। একই চিত্র নগরীর গৌরাঙ্গার রেলগেট, লক্ষ্মীপুর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকা ও সোনাদিঘী মোড় এলাকার।
সংকট নিরসনে এখনই পরিকল্পিত পদক্ষেপের দাবি সুশীল সমাজের।
রাসিক কর্মকর্তারা বলছেন , মহানগরীতে ফুটপাত উচ্ছেদে অভিযান, চলমান রয়েছে। তবে নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার না গেলে স্থায়ী সমাধান কঠিন হচ্ছে।
রাসিকের হিসেবে নগরীতে অনুমোদিত অটো রিক্সা ৮ হাজার ৯’শ ৭০টি, এছাড়া ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল করছে ৫ হাজার ১৯ টি। আর প্রতিদিন এর চেয়েও বহুগুণ রিকশা প্রবেশ করছে নগরীর বাইরে থেকে।













