দক্ষ ও পর্যাপ্ত জনবল ছাড়া দুদককে শক্তিশালী এবং কার্যকর করা সম্ভব নয়: ইকবাল মাহমুদ

- আপডেট সময় : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দক্ষ ও পর্যাপ্ত নিজস্ব জনবল ছাড়া দুদককে কখনো শক্তিশালী এবং কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়েছেন দুদকের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে ঢাকার দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুর্নীতি দমনে জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারার অতৃপ্তির পাশাপাশি– “কেউ আইনের উর্ধ্বে নয়”- সমাজে এমন বার্তা দিতে পারাকেই বিগত ৫ বছরে নিজের বড় সাফল্য ও তৃপ্তি বলে মন্তব্য করেন তিনি।
সকাল এগারোটা। চেয়ারম্যান হিসেবে নিজের শেষ সংবাদ সম্মেলনে অংশ নিতে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের কনফারেন্স রুমে আসেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।করোনাকালীন সতর্কতার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। গেলো ৫ বছরের অভিজ্ঞতায় কোন কোন অতৃপ্তি এখনো পোড়ায় জানান তিনি।দুদকের বিদায়ী চেয়ারম্যান জানালেন, এই কার্যালয়ে নিজের অজর্ন সম্পর্কে।জনবলের ঘাটতি পূরণ এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুদক কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া রোধে আইনের সংস্কার প্রয়োজন বলেও মত দেন তিনি।
আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে ইকবাল মাহমুদের মেয়াদ এবং ওই দিন সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।