দক্ষিণ কোরিয়ায় আদালতে অগ্নিকাণ্ডে সাতজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের আদালতে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় সকালে শহরের জেলা আদালতের কাছে একটি অফিস ভবনে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়।
পুলিশ বলছে, ওই ঘটনা ইচ্ছাকৃত। ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে এই ঘটনায় সন্দেহ করা হচ্ছে। কিন্তু, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনার পর পরই দেড় শতাধিক দমকল কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইতোমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ভবনের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি জিনিসপত্র নিয়ে দ্বিতীয় তলার অফিসে ঢুকছে।