দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ

- আপডেট সময় : ১২:৩৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচ।
গত চার আসরে ১২ ম্যাচে ৭ হার, দুই ড্র ও তিন জয় বাংলাদেশের। কখনই পার হওয়া হয়নি গ্রুপ পর্বের বাধা। এবারের আসরে অংশ নেয়া পাঁচ দলের মধ্যে ফিফা রেংকিংয়ে সবার চেয়ে এগিয়ে ভারত। এরপর মালদ্বীপ ও নেপাল। বাংলাদেশের চেয়ে পিছিয়ে কেবল শ্রীলঙ্কা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও নিজেদের ফেভারিট মানতে নারাজ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন। হুট করে পাওয়া জাতীয় দলের দায়িত্ব নিয়ে তাই আকাশকুসুম চিন্তা করতে চান না তিনি। র্যাংকিংয়ে নিজেদের অবস্থান মাথায় নিয়েই লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ, এমনটাও জানিয়েছেন তিনি। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।