দক্ষিণাঞ্চলে আরো বৃষ্টির পূর্বাভাস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে গেছে। এছাড়া, দক্ষিণাঞ্চলে আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গেলো রাতে ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। তবে পরিমাণে খুব বেশি নয়। কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সকাল পর্যন্ত খুলনা এবং মোংলায় ২ মিলিমিটারবৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, রাজশাহী, যশোর, বরিশাল এবং ভোলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।